সদ্যঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটিতে বিবাহিত, অছাত্র, বয়স বহির্ভূতদের এবং শ্রমিক নেতা নিয়ে কমিটি গঠনের অভিযোগ এনে তা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বরিশাল মহানগর ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।
ছাত্রলীগের কমিটি গঠনের ক্ষেত্রে সাংগঠনিক গঠনতন্ত্র মেনে কমিটি দেওয়ার বিধান থাকলেও বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটির ক্ষেত্রে এর সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটেছে বলে দাবি মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের। এসময় নবগঠিত কমিটির আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কের বিয়ের ছবি ও সন্তানদের ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নিতে দেখা যায় তাদের।
এ অভিযোগের বিষয়ে জানতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার কল করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
দীর্ঘ ১১ বছর পর গত ২৩ জুলাই বরিশাল মহানগর ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক করে নবগঠিত কমিটির যুগ্ন আহ্বায়ক করা হয়েছে মো. মাইনুল ইসলাম এবং আরিফুর রহমান শাকিলকে। এছাড়া বাকি ২৯ জনকে সদস্য করা হয়েছে।
+ There are no comments
Add yours