আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুরে নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে মোঃ শহিদুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা সদরের টিএন্ডটি সড়কের আবুল বাসার মিজান খান এর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পরে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।
নিহত শহিদুল ফরিদপুর উপজেলার গোয়ালেরটিলা এলাকার সাহেব আলী শেখ এর পুত্র।
সাথে থাকা প্রত্যক্ষদর্শী নির্মান শ্রমিক মোঃ রিপন, মোমেন জানায়, নির্মাণাধীন ভবনের ৫ তলায় ছাদে ভাইব্রেটর মেশিন দিয়ে শহিদুল কলম (পিলার) ঢালাই দিতে ছিল। হঠাৎ ভাইব্রেটর মেশিনের পাইপ শহিদুলের পায়ে জড়িয়ে যায়। এ সময় শহিদুল পাইপ ছাড়াতে গিয়ে হাত ফসকে নিচে পড়ে গিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা শহিদুলকে উদ্ধার রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
স্থানীয়দের অভিযোগ, ভবনের নির্মান কাজে শ্রমিকদের নিরাপত্তার কোন ব্যবস্থা না করেই ভবনের মালিক ঝুকিপুর্ণ অবস্থায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগেও স্থানীয়দের পক্ষ থেকে বার বার সতর্ক করা হলেও স্থানীয়দের কথার কোন গুরুত্ব দেয়নি ভবনের মালিক আবুল বাসার মিজান। তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠ বিচার দাবী করে স্থানীয়রা আরো জানায়, বিচারের অভাবে এরকম কর্ম করেও পার পেয়ে যাচ্ছেন ভবনের মালিকরা। আর বারবার এ রকম ঘটনার জন্ম হচ্ছে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। নিহতের পরিবারকে খবর দেয় হয়েছে। তারা এসে আইনি সহযোগীতা চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
+ There are no comments
Add yours