পানি স্বল্পতার কারণে কাপ্তাই হ্রদে মাছ ধরার ক্ষেত্রে ১৫ দিনের নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে জেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত বছর পানি স্বল্পতায় ১০দিন করে তিন দফায় এক মাস নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছিল।
সভায় জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকতা শ্রীবাস চন্দ, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া, বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছৈয়দ, ৭নং ওয়ার্ডে কাউন্সিলর জামাল উদ্দিন প্রমুখ।
স্বাভাবিক সময়ের হিসেবে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ ১০৫ এমএসএল (মিনস সি লেভেল) হলে মাছ ধরা শুরু হয়। কিন্তু এ বছর পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে নির্ধারিত তিন মাস সময়ে হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ায় সময় বৃদ্ধি করতে হচ্ছে।
+ There are no comments
Add yours