শ্যামনগর উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে সাতক্ষীরায় নানা আয়োজনের মাধ্যমে ‘বিশ্ব বাঘ দিবস’ পালিত হয়েছে। আয়োজনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশীদ।
অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা, হরিণ শিকার বন্ধ করতে হবে। এমন ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের তথ্য প্রশাসন ও বন বিভাগকে জানাতে হবে। এছাড়া সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। সুন্দরবনের ক্ষতিসাধনের কারণে বাঘ হারিয়ে যাচ্ছে। বিশ্বের বহু দেশ বাঘকে কেন্দ্র করেই সুন্দরবনকে চেনে আবার সুন্দরবনকে কেন্দ্র করে বহির্বিশ্বে বাংলাদেশকে চেনে। সে কারণে বাঘ সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার।
+ There are no comments
Add yours