নুরুল আবছার নূরীঃ
ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পশ্চিম হাইদচকিয়ার গ্রামের দেশবরেণ্য শিক্ষাবিদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষক সমাজের আইকন,ফটিকছড়ির কৃতি সন্তান, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও চট্টগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ফটিকছড়ি পশ্চিম হাইদচকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট লেখক ও গ্রন্থ প্রণেতা,পত্রিকার সম্পাদক, বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আলহাজ্ব এ কে মাহমুদুল হক আজ ভোর ৬ টা ৩২ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।মহান আল্লাহ্ তা’য়ালা ওনাকে জান্নাতবাসী করুক এই প্রার্থনা করি। এবং ওনার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য,মরহুম এ.কে.মাহমুদুল হক স্যার ফটিকছড়ি সরকারী ড্রীগ্রী কলেজের রাষ্ট্র-বিঞ্জান বিভাগের অধ্যাপক নাছির মুহাম্মদ রহমত উল্লাহ বলেন আমার মরহুম আব্বাজান মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) এর একজন অন্যতম শুভাকাঙ্ক্ষী ছিলেন।দুজনের মধ্যে অত্যন্ত শ্রদ্ধার,ভালোবাসার,আন্তরিকতার সুসম্পর্ক ছিল।সেই সুবাদে আমিও মরহুম এ.কে.মাহমুদুল হক তারঁ সান্নিধ্যে যাওয়ার সুযোগ পেয়েছিলাম।ওনার মতো এমন জ্ঞানী,গুণী,ধার্মিক,নীতিবান,আদর্শ মানুষ বর্তমানে বিরল। ওনার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষনীয় ও অনুকরণীয় অনেক কিছুই আছে।দেশের শিক্ষা বিস্তারে এ মহান শিক্ষকের অপরিসীম ত্যাগ ও অবদান অনস্বীকার্য।
+ There are no comments
Add yours