ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করাসহ ৮ দফা দাবি

Estimated read time 1 min read
Ad1

জাতীয় নূন্যতম মজুরি ২০ হাজার টাকা করাসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল ও সমাবেশে এসব দাবি জানানো হয়।

বক্তারা বলেন,  শ্রমিকদের দাবি ও অধিকার আদায় নিয়ে ২০১৩‌ সালের ৮ জুলাই এই সংগঠনের জন্ম। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার সময় আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি সরকার ঘোষিত বাজেটে শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কোন বরাদ্দ রাখা হয়নি। অথচ দেশে অবকাঠামো উন্নয়নের জন্য লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বক্তারা আরও বলেন, অসংগঠিত সেক্টরের শ্রমিকদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই। স্বল্প মজুরিতে দৈনিক ১২-১৬ ঘণ্টা পর্যন্ত মালিকরা মর্জিমাফিক তাদের কাজ করাচ্ছে অন্যথায় ছাঁটাই করছে। এদের চাকরির নিয়োগপত্র, সুনির্দিষ্ট বেতন কাঠামো, ছুটি, কর্মস্থলে আহত হলে ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা সৃষ্টির কোন আইন দেশে নেই। সরকারের এতো উন্নয়নের কালেও সরকারি সব পাটকল এবং কয়েকটি চিনিকল বন্ধ করে দেওয়া হয়েছে।

শ্রমিক শ্রেণিকে দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রয়োজনীয় দাবি নিয়ে যেমন লড়তে হবে অন্যদিকে বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যতে যেকোনো অন্যায়-অবিচারের প্রতিকার পাওয়ার পাশাপাশি বৈষম্যমূলক এই সমাজ বদলে শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours