আফগানিস্তানের রাজধানী কাবুলের মূল ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠে বিস্ফোরণ হয়েছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) কাবুল ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া লীগের ম্যাচ চলাকালে এই বিস্ফোরণ হয়।
এসিবি’র প্রধান নির্বাহী নাসিব খান এক বিবৃতিতে জানিয়েছেন,
‘স্পাগিজা ক্রিকেট লিগে দুই দলের ম্যাচ চলাকালে বিস্ফোরণ হয়, এতে দর্শকসারিতে থাকা ৪ জন আহত হয়েছেন।’ তবে দুই দলের খেলোয়াড় এবং স্টাফরা সবাই নিরাপদে আছেন।
গত ১৮ জুলাই থেকে চলছে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগ (এসসিএল)। ৮ দলের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট।
+ There are no comments
Add yours