লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুরে টিকটকে ভিডিও করতে বাধা দেওয়ায় সাজ্জাদ হোসেন হিমেল (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে। সে রাখালিয়া গ্রামের কাতার প্রবাসী মো. খোকনের ছেলে।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। তার চিকিৎসার সুযোগ ছিল না।
পরিবার জানায়, টিকটক ব্যবহারের জন্য সাজ্জাদ তার মা রুমি আক্তারের কাছে মোবাইল চেয়েছিল। কিন্তু তাকে মোবাইল দেয়নি। ঘরে তালা দিয়ে তাকে আটকে রেখে তিনি গোসল করতে যান। গোসল থেকে ফিরে দরজার তালা খুলে ঘরে ঢুকতেই তিনি সাজ্জাদের গলায় ওড়না পেঁচানো অবস্থায় জানালার গ্রিলের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টিকটক ভিডিওতে সাজ্জাদ এক মেয়ে মডেলের আত্মহত্যার ভিডিও দেখে। সাজ্জাদও ওই রকম ভিডিও বানাতে চেয়েছিল। কিন্তু তিনি তাকে ভিডিও বানাতে দেননি। এজন্য আবার সে মোবাইল চাইলে ভয়ে তিনি দেননি। এরপরও গলায় ফাঁস নিয়ে ছেলেটি আত্মহত্যা করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, শিশুটি আত্মহত্যা করেছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours