সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের খাগা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণের কয়েকটি গাছ কাটা হয়েছে নিয়ম না মেনেই। ২০ বছর বয়সী লক্ষাধিক টাকার এসব গাছ কেটেছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। গাছ কাটার জন্য ভেঙে ফেলা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আঞ্চলিক সড়কের পাশের অংশও।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি টি এম মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় কথা বলতে চাইছেন না কেউ।
যদিও শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ কাটতে হলে সিদ্ধান্ত নেয় কমিটি। যে কমিটির সভাপতি হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিব থাকেন বন বিভাগের একজন কর্মকর্তা। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষ।
রোববার (৩১ জুলাই) দুপুরে সরেজমিনে খাগা উচ্চবিদ্যালয়ের সামনে গেলে এমন দৃশ্য দেখা যায়। এ সময় স্থানীয়রা বলেন, গাছগুলো প্রায় ২০ বছর বয়সী হবে। এসব গাছের বাজারদর হিসাব করলে দেড় লক্ষাধিক টাকা হতে পারে।
স্থানীয়রা জানান, বিদ্যালয়টি ১৯৯৩ সালে স্থাপিত হয় এবং তার কয়েক বছর পরেই গাছগুলো লাগানো হয়। সে হিসাবে গাছগুলোর বয়স ২০ বছরের কম হবে না। এ ছাড়া গাছগুলোর বাজারমূল্য দেড় লাখ টাকার অনেক বেশি হবে। তবে গাছগুলো কাটার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কেউই।
এ ব্যাপারে বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি টি এম মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, আমরা এখানে একটা সীমানাপ্রাচীর নির্মাণ করব। সীমানাপ্রাচীর নির্মাণ করার জন্য গাছগুলো বেধে যায়। যেহেতু গাছগুলো বিদ্যালয়ের পক্ষ থেকে লাগানো হয়েছিল, তাই আমরাই সেগুলো কেটে নিচ্ছি।
তিনি আরও বলেন, তারা যেহেতু নিয়ম না মেনে গাজগুলো কাটছেন, তাই অবশ্যই বিষয়টি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি উপজেলা প্রকৌশলীকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলছি।
+ There are no comments
Add yours