সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিকে রোগী পাঠালে ব্যবস্থা

Estimated read time 1 min read
Ad1

চিকিৎসকরা সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিকে রোগী পাঠানো বন্ধ না করলে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।

রোববার (৩১ জুলাই) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘আমি অনুরোধ করছি, আপনারা (ডাক্তার) সরকারি হাসপাতাল থেকে ক্লিনিকে রোগী পাঠাবেন না।’

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিধি দ্বিগুন করলেও সংকট শেষ হবে না উল্লেখ করে সচিব বলেন, হাসপাতাল বড় করলেও রোগী কমবে না, কারণ প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর সেবা আরও ভালো হওয়া দরকার।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়ে বলেন, করোনাকালে স্বাস্থ্যসেবাকে খুব দ্রুত বর্ধিত করা হয়েছে। শিন্তু চাহিদা অনুসারে জনবল বাড়েনি। আমরা চাহিদা শনাক্তের কাজি করছি। এরপর চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, চিকিৎসকদের একটি বড় সমস্যা হচ্ছে তারা ঢাকামুখী বেশি হতে চান। আমরা জানি ঢাকায় অনেক স্থানে চাহিদারও বেশি চিকিৎসক রয়েছেন। অথচ গ্রামগঞ্জে অনেক স্থানে চাহিদামতো চিকিৎসক নেই। এগুলো যাতে সমান্তরাল করা যায় সে জন্য কাজ চলছে। এগুলো হলে সংকট কেটে যাবে।

তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি (লেবার), শিশু, আইসিইউ, সিসিইউ, করোনা ওয়ার্ড পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসানসহ স্বাস্থ্য ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours