সোমবার গায়েবানা জানাজা, মঙ্গলবার বিক্ষোভ

Estimated read time 1 min read
Ad1

ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (৩১ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ভোলায় শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের আক্রমণ হয়েছে। গুলি করে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে। আমাদের প্রশিক্ষণ সম্পাদক মোশারফসহ অসংখ্য নেতাকর্মী পুলিশের গুলিতে আহত হয়েছেন। এখনও আমাদের ভোলার দলীয় কার্যালয় ঘেরাও করে রেখেছে পুলিশ। আহতদের চিকিৎসার ন্যূনতম সুযোগ দিচ্ছে না পুলিশ।

ফখরুল জানান, ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে সোমবার (১ আগস্ট) সকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সারাদেশের জেলা পর্যায়ে গায়েবানা জানাজা হবে। ২ আগস্ট বিক্ষোভ সমাবেশে হবে। একইসঙ্গে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা এটাকে বিচারবহির্ভূত হত্যা দাবি করছি না। কারণ আমরা বিচার পাই না। এ দেশে এখন কোনো বিচার পাওয়া যায় না। এ কারণে আমরা বিচারবিভাগীয় তদন্ত দাবি করি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা হত্যা। আর ইদানিং গুলি করে হত্যার বিষয়টি বেড়ে গেছে। বিদ্যুতের দাবিতে এ বিক্ষোভ হয়েছে। এটা জনগণের দাবি। এটি সরকার পরিবর্তনের কোনো আন্দোলন বা কর্মসূচি ছিল না। সেটাকেই তারা (সরকার) সহ্য করতে পারছে না। সেখানে তারা বিনা উস্কানিতে গুলি করেছে, আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে, হত্যা করেছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours