আওয়ামী লীগের আগে যারা ক্ষমতায় ছিল তারা কী করেছে?

Estimated read time 1 min read
Ad1

যে দল জনগণের মধ্যে দিয়ে গড়ে ওঠে, যে দলের নেতাকর্মীরা আত্মত্যাগ করতে পারে একটা জাতির জন্য, জেল-জুলুম সহ্য করতে পারে, সেই দল ক্ষমতায় আসলে যে নীতি-আদর্শ থাকে, সে আদর্শ নিয়ে চললে একটা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে, আওয়ামী লীগ সেটা অবশ্যই বাস্তবায়ন করেছে, আওয়ামী লীগ তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আসন্ন জাতীয় শোক দিবস উপলক্ষে আজ (সোমবার) কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

বিএনপির সমালোচনা করে ও দশ ট্রাক অস্ত্রের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দশ ট্রাক অস্ত্র ধরা পড়েছে, একটা চালান ধরা পড়েছে, এরকম কত চালান এসেছে আর গেছে। দেশকে সম্পূর্ণ পরনির্ভরশীল করা, দেশের মানুষের নিরাপত্তা সম্পূর্ণরুপে ধ্বংস করা, জঙ্গিবাদ-সন্ত্রাস সৃষ্টি করা, পাঁচ বার দুর্নীতিতে বাংলাদেশ এক নম্বরে ছিল, দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গিবাদ এইতো ছিল, প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, মেধাবি ছাত্রদের  হাতে অস্ত্র তুলে দেওয়া এবং তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা, শিক্ষার সম্পূর্ণ পরিবেশ ধ্বংস করা, স্বাক্ষরতার হার আবার কমিয়ে সেই ৪৫ থেকে ৫০ ভাগে কমিয়ে আনা, এই তো দিয়েছিল বিএনপি

শেখ হাসিনা বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনে সব থেকে কলঙ্কময় একটি দিন। ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিয়েছিল বাঙালি জাতির আত্মপরিচয়ের ঠিকানা। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র যিনি সৃষ্টি করেছিলেন, যিনি বাংলাদেশের শোষিত-বঞ্চিত, দুঃখী মানুষের জীবনে হাসি ফোটাতে চেয়েছিলেন, শোষণ-বঞ্চনা থেকে এ দেশের মানুষকে মুক্তি দিয়ে একটি উন্নত জীবন দিতে চেয়েছিলেন, নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন। সেই মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours