নুরুল আবছার নূরী
ফটিকছড়ি উপজেলা আজ(১আক্টোবর) থেকে ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগতের কার্যক্রম শুরু হয়েছে তা আগামী ২১ অক্টোবর শেষ হবে।
উল্লেখ্য, সরকার ঘোষিত ২০০৪সালের জানুয়ারিতে যাদের জম্ম তারা আজ ১৮ বছর পূর্ণ হওয়া তাদেরকে ভোটার তালিকার হালনাগাত আওতায় আসবে ফটিকছড়ি উপজেলার কর্যক্রম ৩য় দফায় চলছে। ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের কামরাঙা পাড়া থেকে শুরু হয়।এই সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু দেবাশীষ দাস,সুপার ভাইজার মাষ্টার রন্জিত ভট্রচার্য, (১,২ও৩) সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, তথ্য সংগ্রহকারী মুহাম্মদ মামুন নুর হোসেন উপস্হিত ছিলেন।এই ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু দেবাশীষ দান খবর বাংলার প্রতিনিধি কে বলেন নির্ভুল তথ্য দিয়ে নিজকে সচেতন নাগরিক অধিকার হিসাবে পরিচয় দিতে আহবান জানান।
কোন প্রকার সমস্য দেখাদিলে উপজেলা নির্বাচনী অফিসে যোগাযোগে করার জন্য জন্য অনুরোধ জানান।
+ There are no comments
Add yours