কক্সবাজারের টেকনাফে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ কাওসার নামে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ কাওসার টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্যার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএনের সদস্য।
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে এপিবিএনের একটি টিম দুপুরে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এ সময় সন্ত্রাসীরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ কাওসার নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
পাহাড়ে অবস্থানকারীরা রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্য। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
+ There are no comments
Add yours