চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার আগ্রাবাদে জামান’স রেস্টুরেন্টের রান্নাঘরের পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরা রাখা, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকায় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
একই সাথে নাসিরাবাদ শিল্প এলাকায় রাস্তার উপর অবৈধভাবে ট্রাক পার্কিং করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ট্রাক মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অন্যদিকে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর এক অভিযানে নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে কমার্স কলেজ রোডের বাণিজ্যিক এলাকা সড়কের উভয় পাশের রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে শেখ মুজিব রোডে দেওয়ানহাট মোড় থেকে বাদামতলী মোড় পর্যন্ত রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ ব্যক্তিকে ৭ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে।
+ There are no comments
Add yours