নাজিরহাট পৌরসভায় সড়কের সংস্কার দাবীতে মানববন্ধন

Estimated read time 1 min read
নুরুল আবছার নূরী
Ad1

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় চলাচলের অযোগ্য হয়ে পড়া বুড়া বিবি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার সকালে নাজিরহাট আজম রোড এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে অনুষ্ঠিত বিশাল এ মানববন্ধনে হাজারো মানুষ অংশ নেন।

কৃষকলীগ নেতা লোকমান হাকিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা আনোয়ার পাশা, বোরহান আহমেদ, নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন, পৌর যুবলীগ সভাপতি মোহাম্মদ হাসান, বাবুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, মাস্টার দিদারুল আলম, যুবলীগ নেতা মোস্তাক হোসেন জুয়েল, ইফতেহারুল ইসলাম রাসেল, মঞ্জুর মিয়া, সিএনজি সমিতির সভাপতি সেলিম উদ্দীন, সহ-সভাপতি মুহাম্মদ জাফর, সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বুড়া বিবি সড়কটি দিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত।

কিন্তু জনগুরুত্বপূর্ণ এ সড়কটির আজম রোড থেকে বাবুনগর বোর্ড স্কুল পর্যন্ত ৪কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খাদাখন্দের কারণে দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সাড়া নেই।

আগামী দুই মাসের মধ্যে বেহাল দশা এ সড়কটি সংস্কার করা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ জনতা। পরে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে নাজিরহাট পৌর মেয়র এস.এম সিরাজদ্দৌলাহ বরাবরে স্মারকলিপি লিপি দেন মানবনন্ধনকারীরা।

এ ব্যাপারে জানতে চাইলে মেয়র এস.এম সিরাজদ্দৌলাহ বলেন, সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি টেন্ডার প্রক্রিয়া শেষ করে আগামী কিছুদিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়ন কাজ শুরু করতে পারবো

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours