নিজ জেলায় কর্মরত থাকতে পারবেন না যারা

Estimated read time 1 min read
Ad1

নিজ জেলায় কর্মরত থাকতে পারবেন না উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। নিজ জেলার বাইরে তাদেরকে পদায়নের বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শামছুল হক সাক্ষরিত এ চিঠি ইতোমধ্যেই সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২২ সালের জেলা প্রশাসক সম্মেলনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সিদ্ধান্তগুলোর এক নম্বর সিদ্ধান্তে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিজ জেলার বাইরে অন্য জেলায় পদায়ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা রয়েছে।

এতে আরও বলা হয়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদধারীরা, যারা নিজ জেলায় কর্মরত আছেন, তাদের বদলিযোগে পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কাছে ন্যস্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ চিঠির পর থেকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদধারী কর্মকর্তাদের বদলিযোগে নিজ জেলায় পদায়ন মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার সরাসরি লঙ্ঘন বলে গণ্য হবে বলেও এতে সতর্ক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours