মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন যানবাহন ও দোকানে ভিক্ষা করে টাকা তুলতো মো. সেলিম ও মো. মামুন মিয়া নামে দুই ব্যক্তি। পরে সেই টাকা দিয়ে মাদক কারবার করতো তারা।
এমন অভিযোগের ভিত্তিতে সেলিম ও মামুনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা। বৃহস্পতিবার (৪ আগস্ট) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (৩ আগস্ট) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর পুলিশ বক্সের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পুরিয়া (১০ গ্রাম) হেরোইন জব্দ করা হয়।
মোহাম্মদ মহসীন বলেন, বুধবার রাতে তারা আব্দুল্লাহপুর পুলিশ বক্সে কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছেও একই কায়দায় মায়ের অসুস্থতার কথা বলে ভিক্ষা চায়। কিন্তু চিকিৎসাপত্রের সঙ্গে তাদের দেওয়া তথ্যের মিল না থাকায় পুলিশের সন্দেহ হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুই জনের কাছ থেকে ১০০ পুরিয়া (১০ গ্রাম) হেরোইন জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
+ There are no comments
Add yours