খবর ডেস্কঃ
ভিসা জটিলতা ও ওয়ার্ক পারমিট নিয়ে নানা জটিলতার পর অবশেষে বাংলাদেশ ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীববিজ্ঞানী ও গণস্বাস্থ্য কেন্দ্রের এন্টিবডি এবং এন্টিজেন কিট আবিষ্কারক দলের প্রধান ড. বিজন কুমার শীল।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে তিনি সিঙ্গাপুরে পাড়ি জমান।
এরআগে গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সাংবাদিকদের জানিয়েছিলেন, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ড. বিজন কুমার শীল সিঙ্গাপুর ফিরে যাচ্ছেন। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন গবেষণায় তাকে প্রয়োজন তাই গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে তার ভিসা প্রাপ্তিতে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন সব বিষয়ে সহযোগিতা করা হবে। শিগগিরই তিনি আবার দেশে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, গত জুলাইয়ে ড. বিজনের ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হয় বলে জানা গেছে।
+ There are no comments
Add yours