রংপুর নগরে ১৬১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া মাদক মামলার আসামি জামিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
দীর্ঘ আট বছর পর এ রায় ঘোষণা হয়। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল ইসলাম এ রায় প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামি জামিল আদালতে উপস্থিত ছিলেন না। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। গ্রেপ্তার হবার দিন থেকে এ দণ্ডাদেশ কার্যকর করার কথা রায়ে উল্লেখ করা হয়েছে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ জুলাই র্যাব ১৩ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরের আলমনগর বাবুপাড়া এলাকা থেকে আসামি জামিলকে ১৬১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় র্যাব-১৩ বাদী হয়ে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
তদন্ত শেষে আসামি জামিলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আসামি জামিলকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
এদিকে আসামি পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী থাকলেও রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় কারও প্রতিক্রিয়া জানা যায়নি।
+ There are no comments
Add yours