কক্সাবাজার থেকে আনন্দভ্রমণ শেষে ফেরার পথে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়রের ব্যক্তিগত সহকারী সাগর খাঁনকে অপহরণের চেষ্টার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার পাঁচজন হলেন— মো. আলী আকবর (২৪), মো. রবিন (২৫), শহিদুল ইসলাম শাহীন (২৫), মো. আরাফাত (২২) এবং মো. মিনহাজ (২১)।
বৃহস্পতিবার (৪ আগস্ট) নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়
পুলিশ জানায়, গত ৩০ জুলাই নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার মেয়র মো. আলাউদ্দিনের পরিবারের সঙ্গে তার ব্যক্তিগত সহকারী মো. সাগর খাঁন তার আত্মীয় স্বজন ও এলাকার লোকজন নিয়ে কক্সবাজার বেড়াতে যান।
বুধবার (৩ আগস্ট) ভ্রমণ শেষে নেত্রকোণা ফেরার পথে নগরের তুলাতলী মোড় এলাকায় পৌঁছালে সাগর খাঁনকে অপহরণের চেষ্টা চালায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন যুবক। এ সময় সাগরের চিৎকারে গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা এগিয়ে এসে আসামিদের বাঁধা দিয়ে একজনকে আটক করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘ঘটনার পর আমাদের জানালে একটি টিম ঘটনাস্থলে যায়। পরে তাদের অভিযোগ শুনে বাসের অন্যান্য যাত্রীর সঙ্গে কথা বলেন। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। সাগর খাঁন ৪ আগস্ট বাদি হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। মামলা দায়েরের পর বাকলিয়া থানা পুলিশ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। ঘটনার সময় ১০ থেকে ১২ জন ছিল। জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
+ There are no comments
Add yours