খবর ডেস্ক:
শীতে করোনার পরিস্থিতি খারাপ হতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সবার আন্তরিক চেষ্টায় দেশে করোনা মোকাবিলা করা সম্ভব হয়েছে তাই সবাইকে আগাম প্রস্তুতি রাখতে হবে।
আজ (২০ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এবারের অনুদান গ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হয় ভার্চুয়াল আয়োজনে। এতে গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্যসচিবের হাতে ত্রাণ ও কল্যাণ তহবিলে চেক তুলে দেন দেশের বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এসময়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস- বিএবি’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ১৬৫ কোটি ৬০ লাখ টাকার চেক দেয়া হয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে।
এসময় তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় কাজ করে যাচ্ছে সরকার।
+ There are no comments
Add yours