নুরুল আবছার নূরী:

ফটিকছড়িতে রাতে আঁধারে ধুরুং খাল বাঁধের পাড় এলাকায় অবৈধভাবে এক্সকেভেটর মেশিনের সাহায্যে মাটি কাটার অভিযোগে মোঃ আমিনুল হক নামের এক ব্যক্তিকে ১,৫০,০০০টাকা (দেড় লক্ষ টাকা) জরিমানা করা হয়েছে।
ঘটনার সত্যতা উদ্ঘাটিত হওয়ায় এক্সকেভেটর মেশিন সহ চালককে আটক করা হয়। একই সময় ওই স্থানে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সরকারি বিধিনিষেধ লঙ্গন করার দায়ে মোঃ লোকমান নামক এক ব্যক্তিকে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭(সাত) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সুন্দরপুর ইউপির বাঁশঘাটা ব্রিজ সংলগ্ন ধুরুংখাল বাঁধের পাড় এলাকায় ফটিকছড়ি থানা পুলিশের সহায়তায় সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম কর্তৃক মোবাইল ভ্র্যমমান আদালত পরিচালনা করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে খবর বাংলার প্রতিনিধিকে জানান
+ There are no comments
Add yours