পরিবহন বন্ধ থাকায় যাত্রীদের চরম দূর্বোগ

Estimated read time 0 min read
Ad1

ফটিকছড়িত থেকে চট্টগ্রামগামী বাস মিনিবাস বন্ধ থাকায় যাত্রীরা চরম দূর্বোগে পরেছে।

গত রাত ১২টার পর থেকে তেলের দাম বেড়ে যাওয়া চট্রগ্রামগামী বাস মিনিবাস চলাচল বন্ধ করেদে। ডিজেল ৮০ টাকা পরিবর্তে ১১৪ টাকা,পেট্রোল ৮৪ টাকা পরিবর্তে ১৩০টাকা, অকটেন ৮৯টাকার পরবর্তে১৩৫ টাকা, কেরোসিন ৮০টাকা পরিবর্তে ১১৪টাকা হওয়াতে চালকের গাড়ি বন্ধ রেখেছেন।

কয়েক জন চালকের সাথে কথা বলে জানা যায় লাইনে বিভন্ন খরচ আগে ছিল ৩৬০০টাকা বর্তমানে৫০০০টাকা। আমাদের অন্যান্য খরচও বেড়েগেছে। যাত্রীদের সাথে আমাদের সাথে অপ্রতিকর ঘটানা ঘটতে পারে এই আশংকায় গাড়ি চালাছিনা আমাদের নেতৃবৃন্দ সাথে আলাপ আলেচনা করার পর আমরা গাড়ি চালাব।

সকালে ২/৩টি গাড়ি চললে ও ভারা ফটিকছড়ি বিবরহাট থেকে অক্সিজেনের পর্যন্ত ৫০টাকা ছিল।বর্তমানে ৭০টা নিতে হচ্ছে এই নিয়ে যাত্রীদের সাথে বিতর্ক হওয়ার আশংকাবেশী।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours