নারায়ণগঞ্জের কুমুদিনী এলাকার ছয় নম্বর পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৬ আগস্ট) বেলা সোয়া ১১টায় লাগা আগুন নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
এখনো আগুন নির্বাপনের কাজ করছে ফায়ার ফাইটাররা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বিষয়টি নিশ্চিত করেন।
কুমুদিনী পাট গুদামের শ্রমিক সরদার নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি ও অন্যান্য শ্রমিক পাশের একটি গুদামে কাজ করছিলাম। হঠাৎ ৬ নম্বর গুদাম থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমে আমরা নিজেরা চেষ্টা করি পানি ও বালু দিয়ে, তাতে কাজ হয়নি। পাটজাত পণ্য হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।
+ There are no comments
Add yours