জামালপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Estimated read time 1 min read
মোঃ মোশারফ হোসেন সরকারঃ
Ad1

সারাদেশে সাংবাদিক হত্যা-নির্যাতন ও মিথ্যা মামলা বন্ধ করার লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নির্দেশে সারা দেশের ন্যায় জামালপুরেও শনিবার বিকেলে স্টেশন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাংবাদিক এম.এ রফিক।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার, জামালপুর জেলা তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি মোঃ জাফর হোসেন, দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এম.এ কাউসার, সাংবাদিক সুজন হাসান, শরৎ সামিউল ইসলাম, মোঃ শাহীন আলম, সাজ্জাদ হোসেন, সাংবাদিক হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন থানায় ডেকে বিএমএসএস এর যুগ্ম মহাসচিব সাংবাদিক নূর আলমগীর অনুকে লালমনির হাটের কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল সাজানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছেন।

সেই সাথে কৃষি কর্মকর্তা কর্তৃক সাংবাদিক শামীম রেজাকে হেনস্থাসহ সাংবাদিক হয়রানীর প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অবিলম্বে গ্রেপ্তারকৃত সাংবাদিক নূর আলমগীর অনুকে নিশর্ত মুক্তি ও ওসি এটিএম গোলাম রসুলের কঠোর শাস্তি এবং সাংবাদিক শামীম রেজাকে হয়রানীকৃত কৃষি কর্মকর্তার শাস্তির দাবী জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours