ডাক্তার নুরুজ্জামান বাবুল, ডিএমএফ ঢাকা, শিশু ও মেডিসিন চিকিৎসক। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ও বিকেল ৩টা থেকে রাত ৮টা পযর্ন্ত রোগী দেখা হয় বলে চলছে মাইকিং। তবে তার কাছ থেকে চিকিৎসা নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন বাজারে ওষুধের দোকানের সঙ্গে ডাক্তারের চেম্বারের এমন সাইনবোর্ড।
এভাবেই প্রতিনিয়ত গ্রাহকের সঙ্গে প্রতারণা করছেন ঠাকুরগাঁও সদর উপজেলার দেহন বাজারের নুরুজ্জামান বাবুল (ডা. বাবুল)।
এ বিষয়ে কথা হয় বাবুলের সঙ্গে। ডাক্তারি পড়ালেখা বা প্রশিক্ষণের কাগজ দেখতে চাইলে নেই বলে অকপটে স্বীকার করেন তিনি। সেইসঙ্গে চেম্বারের পাশে থাকা ওষুধের দোকানের লাইসেন্সও নেই বলে স্বীকার করেন তিনি। তিনি বলেন, যেখানে ব্যানার করছি সেখান থেকে ভুল করে ডা. লিখে ফেলছে আর মেডিসিন চিকিৎসক লিখছে। আর এই এলাকার আশপাশে কোনো ডাক্তার নেই। তাই আমি যা চিকিৎসা দিচ্ছি, তাতে মানুষের উপকার হচ্ছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান গণমাধ্যমকে বলেন, চিকিৎসার মতো স্পর্শকাতর বিষয়ে কোনো সমঝোতার সুযোগ নেই। বিষয়টি জানা ছিল না। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours