প্রথম ম্যাচে হারের অন্যতম কারণ ছিল বোলার সংকট। জিম্বাবুয়ে রান তাড়ায় যখন এগোচ্ছিল, তখন অধিনায়ক তামিম ভুগেছিলেন পঞ্চম বোলারের সংকটে। এরপরও দ্বিতীয় ওয়ানডেতে বোলারের সংখ্যা বাড়ায়নি বাংলাদেশ। ৪ বোলার নিয়েই বাঁচা-মরার লড়াইয়ে নামছে সফরকারীরা।
জিম্বাবুয়ে সফরের আগের চার ম্যাচেই টস হেরেছিল বাংলাদেশ। পঞ্চম ম্যাচে এসেও টস জয়ের দেখা পেল না সফরকারীরা। স্বাগতিক জিম্বাবুয়ে জিতেছে টসে। নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ফলে প্রথম ম্যাচের মতো রোববার হারারেতে দ্বিতীয় ওয়ানডেতেও শুরুতে ব্যাট করতে হচ্ছে তামিম ইকবালের দলকে।
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে বাংলাদেশ। তবে শুরুটা হয়েছে হার দিয়ে। ৩০০’র বেশি রান করেও হারতে হয়েছে ৫ উইকেটের ব্যবধানে। এখন সিরিজ হারের শঙ্কায় সফরকারীরা।
প্রথম ওয়ানডেতে হারের পর আজ দ্বিতীয় ওয়ানডেটা বাংলাদেশের জন্য হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। হারলেই জিম্বাবুয়ের কাছে টানা দুই সিরিজ হারের লজ্জায় ডুববে তামিম ইকবালের দল।
সিরিজ বাঁচানোর এই ম্যাচে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে একাদশে পাচ্ছেন না অধিনায়ক তামিম। চোট নিয়ে লিটন দাসের সিরিজটাই শেষ হয়ে গেছে। মুস্তাফিজের চোটটা অত বড় নয়। দ্বিতীয় ওয়ানডেতে আজ তাকে দলে পাচ্ছে না বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম
+ There are no comments
Add yours