আইপিএল খেলা নিয়ে জুয়া ও চায়ের দোকানে ভীড় জমালে ব্যবস্থা- এসপি

Estimated read time 0 min read
Ad1

ইউনুস আলী, জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামঃ কুড়িগ্রামে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) খেলা নিয়ে জুয়া ও চায়ের দোকানে ভীড় জমালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।ইতিমধ্যে নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়ন থেকে আইপিএল জুয়া খেলার দায়ে ৬জনকে গ্রেফতার এবং জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন ও টিভি জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন,আইপিএল শুরু হওয়ার পর এক শ্রেনীর তরুন ও কিশোর খেলা দেখার নামে আইপিএল জুয়ায় জড়িয়ে পড়েছে।এমনকি খেলাকে কেন্দ্র করে মাদকসহ দূর্ঘটনার ঘটনাও ঘটেছে।বেড়েছে পারিবারিক বিভিন্ন বিশৃঙ্খলা।তাই সকল অভিভাবকদের সজাগ থাকার আহবান জানান তিনি।

পুলিশ সুপার আরো বলেন,সন্ধ্যার পর বিভিন্ন বাজারে টিভিতে আইপিএল দেখানো ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে। আপনার সন্তানদের সন্ধ্যার পর বাসায় অবস্থান নিশ্চিত করুন, জুয়া ও নেশার কবল থেকে রক্ষা করুন।সমগ্র জেলাব্যাপী আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং তা চলমান থাকবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours