চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় হাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ চার পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৮ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালত মেহনাজ রহমান এ আদেশ দেন।
মামলার আসামিরা হলেন: রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, পরিচালক ইয়াসিন আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, মাশরুপ হাবিব ও তানভীর হাবিব।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আগ্রাবাদ শাখার তিনটি মামলায় ১ কোটি ৮০ লাখ টাকা আদায়ের নিমিত্তে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ ৪ পরিচালকের বিরুদ্ধে ২০২১ সালে চেক প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।
পরে আদালতে হাজির হওয়ার জন্য আসামিদের বিরুদ্ধে সমন ইস্যু করা হয়। সমন জারি হয়ে ফেরত আসলেও আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালত আসামিদের বিরুদ্ধে আজ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার আদেশ দেন।
+ There are no comments
Add yours