বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ডলার বিক্রি করে অস্বাভাবিক মুনাফা করেছে কয়েকটি ব্যাংক। এ জন্য তাদের ট্রেজারি বিভাগের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, ‘ডলার তো কোনো কাঁচামাল নয় যে মজুত করে অতিরিক্ত মুনাফা করবে। ডলার কেনাবেচায় দামের পার্থক্য ন্যূনতম করে তা নিশ্চিত করতে হবে। বাজার অস্থিতিশীল করলে ব্যাংকের ব্যবস্থাপনা, পরিচালনা পর্ষদ কাউকেই ছাড় দেওয়া যাবে না।’
ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তারা বলছেন, ডলারে মুনাফা করা যাবে না, এমন নিষেধাজ্ঞা কোথাও নেই। রিজার্ভ থেকে যে ডলার বিক্রি করা হয়েছে, তা–ও বেশি দামে বিক্রি করা হয়নি। বেশি দামে ডলার কিনে বেশি দামে বিক্রি করা হয়েছে। আর বেশি মুনাফা হয়েছে ব্যাংকের কাছে ডলার মজুত থাকার কারণে।
+ There are no comments
Add yours