নুরুল আবছার নূরী:
ফটিকছড়ি চা বাগানের তালিকায় সরকারি খাতায় ১৮ নাম্বারে নাম উঠলো ফটিকছড়ির লেলাং ইউপি চেয়ারম্যান পরিবার মালিকানাধীন ভূজপুরের “চৌধুরী চা বাগান”।
আজ ৮ আগস্ট চা বোর্ডের সচিব (ভারপ্রাপ্ত) রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
আশা করি চা শিল্পে অগ্রণী ভূমিকা পালন করবে এই বাগান। ফটিকছড়িতে রয়েছে চা-শিল্পের অপার সম্ভাবনা।
চৌধুরী চা বাগানসহ চট্টগ্রামের ২৪টি চা বাগানের মধ্যে ১৮ টি রয়েছে ফটিকছড়িতে। শ্রমিকদের ন্যায্য পাওয়া ও বাগানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এই শিল্পে অনেক দূর এগিয়ে যাবে ফটিকছড়ি।
চা সংসদ চট্টগ্রাম অঞ্চল সূত্রে জানা যায়, চট্টগ্রামের চা বাগান গুলোতে বছরে ১০ হাজার মেট্রিক টন চা উৎপাদিত হয়। শুধু ফটিকছড়িতে উৎপাদিত হয় প্রায় সাড়ে ৮ হাজার মেট্রিক টন।এখানে রয়েছে ব্র্যাকের আওতাধীন দেশের শীর্ষে থাকা কৈয়াছড়া ডলু চা বাগান ও সিটি গ্রুপের এশিয়ার বৃহত্তম কর্ণফুলী চা বাগান
+ There are no comments
Add yours