আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা এত সহজ নয়।
আজ মঙ্গলবার (৯ আগষ্ট) ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের ১৪ বছরের ক্ষমতায় কখনো বিএনপির কোনো নেতা-কর্মীর ওপর অত্যাচার-হামলা চালানো হয়নি। অথচ বিএনপি অহেতুক ভোলায় পুলিশের ওপর হামলা চালিয়েছে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০০১ সালে বিএনপির কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেউ ঘরে থাকতে পারেনি। তারা আবার সহিংসতা করতে চায়। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।
তোফায়েল আহমেদ বলেন, ১৪ বছর ধরে বিএনপির মহাসচিবের কাছ থেকে একটা কথাই শোনা যায়। তবে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাই, কারণ তিনি বিভিন্ন বক্তৃতা দিয়ে প্রেস ব্রিফিং করে, সমাবেশ করে বিএনপিকে টিকিয়ে রেখেছে। এ ছাড়া বিএনপির আর কোনো কাজ নেই। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছে বিএনপি, ৩১ মার্চ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। বারবার আমাদের মাধ্যমে বিদায় নিয়েছে বিএনপি। আমরা সেই দল।
+ There are no comments
Add yours