প্রবেশের সময় বুকে ব্যথা, জিমে গিয়ে প্রথমে ওয়ার্ম আপ শুরু করতেই হঠাৎ মাটিতে পড়ে যান। সে সময় যারা জিমে ছিলেন, তারা ঋত্বিকাকে তুলে চোখে মুখে পানি দেন। খবর দেওয়া হয় তার বাড়িতেও।হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
২০ বছর বয়সী ওই তরুণীর নাম ঋত্বিকা দাস। কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকার নিরঞ্জন পল্লিতে তার বাড়ি। স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ঋত্বিকার বাবা পেশায় অটোচালক। ওজন বেড়ে যাচ্ছিল বলে তিন মাস আগে জিমে ভর্তি হয়েছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে সোনালি পার্কের জিমে গিয়েছিলেন ঋত্বিকা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়
ঋত্বিকার আত্মীয় মলয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বড় কোনো রোগে আক্রান্ত ছিলেন না তিনি। কী থেকে কী হলো কিছুই বুঝতে পারছেন না।’ তবে জিমগুলো যাতে ঠিকঠাক নির্দেশিকা মেনে চলে, সেটা নিশ্চিত করা দরকার বলে মনে করেন তিনি।
+ There are no comments
Add yours