সুমন পল্লব
হাটহাজারী চট্টগ্রাম
হাটহাজারীতে এনজিও সংস্থার নির্ধারিত কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গলায় ওড়না পেঁিছয়ে রুপনা শর্মা (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সে উপজেলার মেখল ইউনিয়নের মোজ্জাফফরপুর এলাকার ভাগিরঘোনার রশিক ডাক্তার বাড়ীর অরুন কুমার শর্মার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার রামু উপজেলার খাওয়ারকুপ এলাকার অরুন কুমার শর্মা সাথে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়রে ভাগিরঘোনা এলাকায় রুপনার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে সে স্বামীকে নিয়ে বাপের বাড়িতে বসবাস করছেন। গত সোমবার দিবাগত রাতে বসত ঘরের তীরের সাথে ওড়না পেঁিছয়ে আত্মহত্যা করেন। গতকাল মঙ্গলবার ঘটনার সংবাদ অবহিত হয়ে পুলিশ দুপুর ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তে জন্য লাশ মর্গে প্রেরণ করেন।
পরিবারিক সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ সংসারের অভাব অনটনের কারনে বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ গ্রহন করেন। ঋণের টাকা পরিশোধ করতে তাকে হিমশিম খেতে হয়। আগে নিয়মিত কিস্তি পরিশোধ করলেও করোনা মহামারির কারণে স্বামীর নিয়মিত কাজ না থাকায় সঠিক সময়ে কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। এ কারণে ক্ষোভে দু:খে সে আত্মহত্যা করেন।
নিহতের বড় মেয়ে জবা শর্মা কান্না জড়ীত কন্ঠে বলেন,আমার মা ঋণের টাকা শোধ করতে না পারার কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
হাটহাজারী মডেল থানার এস আই মুজাহিদ আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেন। এব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।
+ There are no comments
Add yours