জ্বালানী তেলের দাম একসাথে এত টাকা বৃদ্ধি করা উচিত হয়নি : নজিবুল বশর ভান্ডারী এমপি

Estimated read time 1 min read
Ad1

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও চৌদ্দদলীয় জোট নেতা ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব ছৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (এমপি) বলেছেন- জ্বালালী তেলের দাম একসাথে এতো টাকা বৃদ্ধি করা উচিত হয় নি সরকারের। এতে মানুষের হা-হুতাশ বেড়েছে।

যদি ধাপে ধাপে আরও আগে থেকে বাড়াতো, তাহলে সাধারণ মানুষের মেনে নিতে কষ্ট হতো না। বুধবার (১০ আগষ্ট) ফটিকছড়ি উপজেলা পরিষদ হল রুমে মাসিক সাধারণ সভা শেষে এক প্রেস ব্রিপিং এ তিনি এসব কথা বলেন।

চৌদ্দদলীয় জোট নেতা আলহাজ্ব ছৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আমরা (তরিকত) সরকারেরই অংশ।

কিন্তু মানুষের কষ্টের কথা আমাদের অবশ্যই তুলে ধরতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে।তাই জ্বালানী তেলের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার।

তেলে দাম বৃদ্ধি নিয়ে একটি পক্ষ রাজনীতি করতে চায় উল্লেখ্য করে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান বলেন, জ্বালানী তেলে দাম বৃদ্ধি নিয়ে অনেকে রাজনীতি করতে চায়।

তারা বলছে আগামীতে আওয়ামীলীগকে আর নির্বাচিত করবে না জনগণ। কিন্তু আমি বলি, আগামীতেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আওয়ামীলীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

কারণ দেশের জনগণ শেখ হাসিনার উপর আস্থা রেখেছেন, তা আগামীতেও থাকবে। শহর থেকে গ্রামে বেশী লোডশেডিং হয় উল্লেখ করে তিনি আরও বলেন, শহরে লোডশেডিং কম হয়। কিন্তু গ্রামে লোডশেডিং বেশী হচ্ছে। এটা কোনভাবেই কাম্য নয়। শহরের সাথে সমন্বয় করে গ্রামেও লোডশেডিং কমাতে হবে।

ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম আবু তৈয়বের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানির সঞ্চালনায় অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ মাসুদ বিন আনোয়ার ও ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরগণ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours