কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছেন।
গত ১৫ জুন অনুষ্ঠেয় কুসিক নির্বাচনে ইভিএমে কারচুপির বিষয়ে জানতে তাকে কার্যালয়ে ডেকেছিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
এ সময় তাকে জাতীয় পার্টিতে যোগদানের প্রস্তাব দেন জিএম কাদের।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে মনিরুল হক সাক্কুর একান্ত সচিব কবির হোসেন মজুমদার বলেন, গত ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ এনেছিলাম আমরা। সেসব কারচুপির বিষয়ে জানতে মনিরুল হক সাক্কুকে জাপা কার্যালয়ে ডেকেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
সাক্কুর জাতীয় পার্টির যোগদানের বিষয়টি উড়িয়ে দিয়ে কবির হোসেন মজুমদার বলেন, জাতীয় পার্টিতে যোগদানের কোনো প্রশ্নই আসে না। তিনি (জিএম কাদের) মেয়র মহোদয়কে (মনিরুল হক সাক্কু) আলোচনা শেষে জাতীয় পার্টিতে যোগদানের জন্য প্রস্তাব দেন।
জিএম কাদের বলেন, আপনি তো এখন বিএনপির কোনো পদে নেই, দল থেকেও বহিস্কৃত, আপনি চাইলে জাতীয় পার্টিতে যোগ দিতে পারেন। এতে আমাদের পার্টি কুমিল্লায় প্রাণ ফিরে পাবে। জবাবে মেয়র মহোদয় (মনিরুল হক সাক্কু) বলেছেন, এটা তো অনেক বড় রাজনৈতিক সিদ্ধান্ত। আমি ভেবে আপনাকে জানাব।
+ There are no comments
Add yours