করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় দুই বছরের ব্যাকডেটসহ চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন নিবন্ধনধারী প্রার্থীরা।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এরপর দুপুর ১২টায় এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খানের সঙ্গে দেখা করতে যান।
গণবিজ্ঞপ্তি প্রত্যাশীরা জানান, এনটিআরসিএ চেয়ারম্যান অক্টোবরের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন।
গণবিজ্ঞপ্তিপ্রত্যাশীরা, করোনার কারণে দুই বছরের ব্যাকডেটসহ দ্রুততম সময়ের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছি। এনটিআরসিএ চেয়ারম্যান আগামী অক্টোবরের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দিয়েছেন।
এছাড়া, ৩৫ বছরের বেশি বয়সী ১-১৬তম নিবন্ধনধারীরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।
+ There are no comments
Add yours