জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।
বিকেল ৩টার দিকে শহরের ইসলামপুর রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের প্রধান সড়কে উঠতেই ছাত্রলীগ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
+ There are no comments
Add yours