জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনে জয়ী হয়েছেন সাবেক উপউপাচার্য অধ্যাপক আমির হোসেন, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম ও অধ্যাপক অজিত কুমার মজুমদার।
শুক্রবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত নির্বাচন শেষে এ ফলাফল পাওয়া যায়। ফলাফল ঘোষণা করেন সিনেটের সচিব ও রিটার্নিং অফিসার রেজিস্ট্রার রহিমা কানিজ।
ভোটে সাবেক উপউপাচার্য অধ্যাপক আমির হোসেন ৪৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান এবং গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার ৩২ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন।
এর আগে শুক্রবার বেলা ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে সিনেটের বিশেষ সভা শুরু হয়। কিছু আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টায় উপাচার্য প্যানেল নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। পরে সোয়া ৭টার দিকে ফলাফল পাওয়া যায়। নির্বাচনে শিক্ষকদের তিনটি পক্ষ থেকে মোট ৮ জন প্রার্থী ছিলেন।
+ There are no comments
Add yours