‘সক্ষমতা সব সময় থাকে না, সক্ষমতা থাকতে থাকতে নিজের জন্মস্থানের জন্য কাজ করে যাওয়া উত্তম’ স্লোগান নিয়ে নিজ খরচে ৩৮তম সেতু উদ্বোধন করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
গতকাল শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের বাজেসতং গ্রামে সেতুটি নিমার্ণ করা হয়েছে।
সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন বলেন, এদেশে যে পরিমাণ টাকা লুটপাট হইছে, তা দিয়ে স্বর্ণের রাস্তা বানানো যেত কিনা জানি না, তবে রূপার রাস্তা তৈরি করা যেত। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হইছে।
স্থানীয় ইউপি সদস্য ভিংরাজ মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক এম এ মালেক জাপানী।
নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে ফিতা কেটে সেতুটি উদ্বোধন করেন ব্যারিস্টার সুমন। এ সময় তিনি জানান, খুব শিগগিরই তিনি তার ৩৯তম ব্রিজের কাজ শুরু করবেন।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের বাজেসতং গ্রামের লোকজন ব্যারিস্টার সুমনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
+ There are no comments
Add yours