নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামের শতবর্ষী খেলার মাঠের কিছু অংশে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার (১২ আগস্ট) দিনগত রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। তবে ঘটনার তদন্তের স্বার্থে আটকদের নাম বলেনি পুলিশ।
এদিকে শনিবার (১৩ আগস্ট) বিকেলে বলাইশিমুল আশ্রয়ণ প্রকল্পের চলমান বর্তমান পরিস্থিতি নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম। এ সময় উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ওসি মো. আলী হোসেন পিপিএমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, একইদিন সন্ধ্যার আগে বলাইশিমুল আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন ও খেলার মাঠ সংরক্ষণের দাবিতে ওই মাঠে মানববন্ধন করেছেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ। মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞাসহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বলাইশিমুল খেলার মাঠের কিছু অংশ জুড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের শুরু থেকে মাঠ রক্ষার দাবিতে আশ্রয়ণের ঘর অন্যত্র সরিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে স্থানীয়রা। এ নিয়ে প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে কয়েকবার বৈঠকও হয়েছে। এমনকি দুপক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও হয়েছে। তবে স্থানীয় প্রশাসন খেলার মাঠের প্রয়োজনীয় জায়গা রেখেই মাঠের কিছু অংশে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ চলমান রেখেছে বলে এলাকাবাসীকে বারবার আশ্বাস দিলেও এলাকার লোকজন সম্প্রতি মাঠরক্ষা গণকমিটি গঠন করে একের পর এক কর্মসূচি পালন করে আসছেন।
+ There are no comments
Add yours