ঢাকা থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের যাত্রীদের কাছে পরিচিত মুখ টিপু সুলতান। নিজের লেখা বই নিজেই ট্রেনে ফেরি করে বিক্রি করেন তিনি।
ঠিকাদারি ছেড়ে ট্রেনে বই বিক্রি করেই চলে তার চার সদস্যের সংসার। ২০১৭ সালে তার ‘রেলপথে বাংলাদেশ’ এবং ২০২০ সালে ‘বোনাস’ বই প্রকাশিত হয়।
এ পর্যন্ত প্রায় দুই লাখ পিস বই বিক্রি করেছেন তিনি। মাত্র পাঁচ বছরে ফেরি করে বই বিক্রির মাধ্যমে অর্জন করেছেন জনপ্রিয়তা।
টিপু সুলতান ১৯৭১ সালের ২৩ মে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়লিয়া ইউনিয়নের সরিষাবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তাহাজ উদ্দিন বিশ্বাস এবং মায়ের নাম রমেছা খাতুন। চার ভাই বোনের মাঝে তিনি চতুর্থ। শিক্ষাজীবন অতিবাহিত করেছেন নিজ বাড়ি থেকে। তিনি নিজ গ্রাম সরিষাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, পাশের গ্রামের শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, চুয়াডাঙ্গা পৌর কলেজ থেকে এইচএসসি এবং মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজ থেকে স্নাতক পাস করেন। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি আগ্রহী ছিলেন। স্বপ্ন ছিল লেখক হবেন।
তিনি ১৯৯৪ সালের ১৭ ফেব্রুয়ারি চাকরির উদ্দেশ্যে ঢাকায় পাড়ি জমান। ঢাকায় যাওয়ার চার দিন পর ২২ ফেব্রুয়ারি নিউ ইস্কাটন রোডে একটি কোম্পানিতে চাকরি শুরু করেন। ১১ মাস ১০ দিন চাকরি করার পর সেতু অ্যাসোসিয়েটস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠা করেন। সেখানে সিসিটিভি ও টেলিকমিউনিকেশন ব্যবসা শুরু করেন। ব্যবসায়ীক জীবনে ব্যস্ততার মাঝেও ২০১৭ সালে তার প্রথম বই ‘রেলপথে বাংলাদেশ’ প্রকাশিত হয়।
টিপু সুলতান দুটি বই লিখেছেন ও আটটি মানচিত্র তৈরি করেছেন। সেগুলো হলো- ভ্রমণ গাইড ‘রেলপথে বাংলাদেশ’, প্রতিটি ইউনিয়নের পৃথক ভৌগোলিক এলাকা ও গ্রামের সঠিক অবস্থান তুলে ধরে ‘কুষ্টিয়া জেলার মানচিত্র’, ‘মেহেরপুর জেলার মানচিত্র’, প্রতিটি উপজেলার পৃথক ভৌগোলিক এলাকা ও ইউনিয়নের সঠিক অবস্থান তুলে ধরে ‘বাংলাদেশ প্রশাসনিক মানচিত্র’, ৪০৫টি নদীর গতিপথসহ বাংলাদেশের নদ-নদীর মানচিত্র, ৪৬৬টি স্টেশনের নামসহ ‘রেলপথে বাংলাদেশ মানচিত্র’, গুরুত্বপূর্ণ স্থান ও ভবনের নামসহ ‘ঢাকা সিটির মানচিত্র’, ভারতের প্রতিটি প্রদেশের পৃথক ভৌগোলিক এলাকা, বিভিন্ন রাজ্যের রাজধানী, গুরুত্বপূর্ণ শহর, হাসপাতালের নাম, ঠিকানা, ই-মেইল ও টেলিফোন নম্বরসহ ‘ভারতের চিকিৎসা ব্যবস্থার মানচিত্র’, পৃথিবীর প্রতিটি দেশের পৃথক ভৌগোলিক এলাকা, রাজধানী ও প্রধান প্রধান শহরের নামসহ ‘পৃথিবীর মানচিত্র’ এবং ‘বোনাস’ (এনালাইসিস অফ ওয়ার্ড)।
এক ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা টিপু সুলতান। মেয়ে শালমুন সুলতান ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করেছে। ছেলে তাসলিম সুলতান হিমেল স্কুল শিক্ষার্থী। পারিবারিকভাবে মাগুরার হালিমা সুলতানাকে বিয়ে করেন তিনি। স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করেন।
তিনি বলেন, বই প্রয়োজন হলে আমার মোবাইল নম্বরে ০১৭১৩৩৪০৯৬৮ যোগাযোগ করতে পারেন। আপনার ঠিকানায় বই পৌঁছে যাবে।
+ There are no comments
Add yours