নুরুল আবছার নূরীঃ ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শোক দিবসের সকাল ৫টায় জাতীয় পতাকা অর্ধ-নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ১০টায় উপজেলা মাঠ থেকে শোক র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে আবার উপজেলা মাঠে এসে শেষ হয়। সকাল ১১টায় শিল্পকলা একাডেমি শহীদ শফিকুন নুর মওলা বীরপ্রতীক মিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাব্বির রহমান সানির সভাপতিত্বে আলোচনা সভা পুরুষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধানঅতিথি ছিলেন আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডীর এমপি। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসন-৬’র মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান এইচ. এম. আবু তৈয়ব,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,ভাইস-চোয়ারম্যান এডঃ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন।
মাষ্টার মুহাম্মদ নাছির চৌধুরীর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি এটি,এম কামরুল ইসলাম ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ মাসুদ বিন আনোয়া ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন কৃষি কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জান প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মুহাম্মদ ওমর ফারুক, শিক্ষা কর্মকর্তা ডঃ সেলিম রেজা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাবীল চৌধুরী,নির্বীচন কর্মকর্তা বাবু দেবাসীষ দাসসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচার,বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও অংগ সংগঠন।
প্রধান অতিথি তারঁ বক্তব্য বলেন শোককে শক্তিতে পরিণত করে দলবল নির্বিশেষ ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। পরিশেষে জাতির জনক ওতারঁ পরিবারের আত্নার মাগফিরাত কামনা করে দোয়ামুনাজাত করেন উপজেলা জামে মসজিদ পেশঈমাম মওলানা নুর হোসাইন নিজামী।
+ There are no comments
Add yours