বাংলাদেশ এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছে না : টিম ডিরেক্টর

Estimated read time 1 min read
Ad1

এশিয়া কাপের আসর বসেছে মোট ১৪ বার। যেখানে পঞ্চাশ ওভারের ফরম্যাটে হয়েছে ১৩ বার, কুড়ি ওভারে ১ বার।

১৩ বার এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ দল। অর্জনের খাতায় সাফল্য বলতে সব শেষ ৪ আসরের ৩ বারই রানারআপ। স্বাভাবিকভাবে এবার শিরোপার লক্ষ্যে মাঠে নামার কথা লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু সেই স্বপ্ন দেখছে না টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কার আয়োজনে এবারের এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সম্প্রতি এই ফরম্যাটে একেবারেই সুবিধা করতে পারছে না বাংলাদেশ দল। এজন্য হঠাৎ করে বদলে গিয়ে টাইগাররা এবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, এমন স্বপ্ন দেখাতে চান না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘অবশ্যই আমরা ওই (ফিয়ারলেস) ধরণের ক্রিকেট খেলতে চাই। বলছি না, আমরা বাংলাদেশ হঠাৎ করে বদলে গিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে যাব। কিন্তু আমরা ওই পথটা ধরতে চাই কীভাবে এই ফরম্যাটে ভালো করতে পারি। ১২০ বলের খেলা আপনার সময়টা খুব কম যে আপনি ওই সিদ্ধান্তটা নিবেন। যেটা আমরা ওয়ানডেতে পারি।’

সুজন বলছিলেন, ‘আমরা ভালো করছি না বলেই অনেক চেষ্টা করছি কীভাবে ভালো করা যায়। এটা ভালো যে, অধিনায়ক হিসেবে সাকিব ফিরে এসেছে। সাকিব আক্রমণাত্মক অধিনায়ক। আমরা সবাই এক বাক্যে স্বীকার করব, এই ফরম্যাটে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সাকিব। বৈশ্বিকভাবেও ও এই ফরম্যাটে অনেক ক্রিকেট খেলে।’

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours