নারায়ণগঞ্জে ২ হাজার ১শ লিটার চোরাই ডিজেলসহ জ্বালানি চোরাই চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১।
রোববার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব। বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
গ্রেপ্তারা হলেন শেরপুর সদরের নয়াপাড়া এলাকার রহিমের ছেলে মো. তাহের (২০), একই এলাকার মো. সিলমত আলীর ছেলে মো. গনি (২২) ও মৃত মমিন শেখের ছেলে মো. মাহাবুব শেখ (২৪)। এ সময় চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করে র্যাব সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তার আসামিরা মহাসড়কের তেল চুরি চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পরের যোগসাজসে বিভিন্ন তেলের ডিপো থেকে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলোর যাত্রা বিরতির সময় রাতে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগে তেল চুরি করতেন।
+ There are no comments
Add yours