ক্রেনের চালক পালিয়ে না গেলে এত প্রাণহানি হতো না

Estimated read time 0 min read
Ad1

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার যে ক্রেনে করে উঠানো হচ্ছিল দুর্ঘটনার পর সেই ক্রেনের চালক পালিয়ে না গেলে এতো প্রাণহানি ঘটতো না বলে মনে করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি গণমাধ্যমকে বলেন, দায়িত্বপ্রাপ্ত চালক ক্রেনটি চালাচ্ছিলেন নাকি অন্য কেউ করছিলেন, সেই প্রশ্নের জবাব আপাতত নেই। চালককে ধরা গেলেই সব প্রশ্নের জবাব মিলবে। এ ঘটনায় আমরা এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ ফায়ার সার্ভিসের কাছ থেকে বুঝে পেয়েছি। আহত দুইজনকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। ক্রেনের চালককে আটকের পরই সব প্রশ্নের জট খুলবে।

উল্লেখ্য, সোমবার বিকেল ৪টায় রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ ৫ জন নিহত হন। আহত হন আরও দুইজন।

ধারণা করা হচ্ছে ক্রেনটির ধারণক্ষমতা কম ছিল কিংবা চালক ভুলভাবে সেটি অপারেট করেছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours