চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইন ও সালিস কেন্দ্র (আসক)।
মঙ্গলবার (১৬ আগস্ট) আসকের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
এই সাত মাসে র্যাবের হাতে গ্রেপ্তারের আগেই ক্রসফায়ারে নিহত হয়েছে দুই জন। গ্রেপ্তার দেখানোর আগে শারীরিক নির্যাতনে র্যাবের হেফাজতে এক জন ও পুলিশের হাতে দুই জন, গ্রেপ্তারের পর শারীরিক নির্যাতনে পুলিশের হেফাজতে তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আসকের প্রতিবেদন।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭ মাসে র্যাবের হেফাজতে হার্ট অ্যাটাকে এক জন, পুলিশের হেফাজতে অসুস্থতায় দুই জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনটি প্রস্তুতের জন্য তারা দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, সমকালসহ বেশ কয়েকটি বাংলা, ইংরেজি দৈনিক এবং নিউজপোর্টাল থেকে তথ্য সংগ্রহ করেছে।
+ There are no comments
Add yours