নতুন শিক্ষা কারিকুলাম হবে জীবিকা ও জীবনভিত্তিক : শিক্ষা উপমন্ত্রী

Estimated read time 1 min read

মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের কথা তুলে ধরে শিক্ষা উপমন্ত্রী বলেন, মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের ভালোভাবে তিলাওয়াত ও হিফজ শেখানো হয়। কিন্তু এই শিক্ষার্থীরা আরবি ভাষায় কথা বলতে পারে না।

তাই নতুন শিক্ষা কারিকুলাম হবে জীবিকা ও জীবনভিত্তিক। এতে সমাজবিজ্ঞান সবার জন্য বাধ্যতামূলক হবে। ধর্মীয় শিক্ষা ও নৈতিক শিক্ষায় পূর্ণ নম্বর থাকবে। নানা ধরনের ট্রেড কোর্স থাকবে, যেন শিক্ষার্থীরা কর্ম উপযোগী হিসেবে গড়ে উঠতে পারে।

পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours