খরা লেগেছে হিন্দি সিনেমায়। ব্যর্থ হচ্ছে একের পর এক সিনেমা। কিছুদিন আগে মুক্তি পাওয়া আমির খানের ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ১৮০ কোটির বিশাল বাজেটের সিনেমা দর্শকের মন জয় করতে পারেনি। সুপারস্টার অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধ’ সিনেমাটিও সুবিধা করতে পারেনি। ভারতজুড়ে হাজার হাজার শো বাতিল হয়েছে দর্শকের অভাবে।
হিন্দি তারকা ব্যর্থ হলেও বাজিমাত করেছে তেলেগু ইন্ডাস্ট্রির নিখিল সিদ্ধার্থ। খুব একটা জনপ্রিয় না হলেও তার সিনেমাটি ধীরে ধীরে দর্শকের দারুণ গ্রহণযোগ্যতা পাচ্ছে। গত ১৩ আগস্ট মুক্তি পেয়েছে নিখিল অভিনীত ‘কার্তিকিয়া ২’। মাত্র ১৫ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। এরই মধ্যে ২৫ কোটির বেশি আয় করে ফেলেছে। প্রতিদিনই সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়ছে।
‘কার্তিকিয়া ২’ সিনেমা নিয়ে তেমন আলোচনা ছিল না। হিন্দি ভার্সনে সিনেমাটির প্রথম দিনের আয় ছিল মাত্র ৭ লাখ রুপি। দ্বিতীয় দিন থেকেই লাফিয়ে বাড়তে থাকে আয়ের পরিমাণ। এমনকি মাত্র ৩০০ সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাটি নতুন সপ্তাহে ১ হাজারের বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে শোনা যাচ্ছে।
+ There are no comments
Add yours